বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ঢাকায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে

প্রকাশঃ

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ছাড়িয়েছে অনেক আগেই। জনসংখ্যা বৃদ্ধির হার শহরের তুলনায় গ্রামে বেশী। সেই তূলনায় গ্রামে কর্মসংস্থার অনেক কম। কর্মসংস্থান কিংবা ব্যবসাসংশ্লিষ্ট কাজে প্রতিনিয়ত মানুষ শহরমুখী হচ্ছে। তাই রাজধানীর শহর ঢাকাকে কেন্দ্র করে বেড়েই চলেছে জনসংখ্যা। যে কারণে ঢাকায় আগের চেয়ে সবকিছুর চাহিদা বেড়েছে অনেক বেশি। আর এসব কারণে বেড়ে যাচ্ছে জীবনযাত্রার ব্যয়।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জানিয়েছে, গত বছর (২০১৮) রাজধানীতে জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৬ শতাংশ। একই সঙ্গে পণ্য ও সেবার মূল্য  ৫ দশমিক ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে জীবনযাত্রার ব্যয়ের এ হিসাব প্রকাশ করেন ক্যাব সভাপতি গোলাম রহমান।

রাজধানীর ১৫টি খুচরা বাজার ও বিভিন্ন সেবার মধ্য থেকে ১১৪টি খাদ্যপণ্য, ২২টি নিত্যব্যবহার্য সামগ্রী ও ১৪টি সেবার তথ্য পর্যালোচনা করে ক্যাব এ হিসাব দিয়েছে। তবে এ হিসা‌ব শিক্ষা, চি‌কিৎসা ও প্রকৃত যাতায়াত ব্যয় ব‌র্হিভূত।

ক্যাবের তথ্যানুযায়ী,  আগের বছরের তুলনায় ২০১৮ সালে সব ধরনের চালের গড় মূল্য বৃদ্ধি পেয়েছে ৮.৯১ শতাংশ। তবে গত বছর  প্রসাধনী পণ্য সাবানের দাম বেড়েছে সবচেয়ে বেশি। পণ্যটির দাম গড়ে বেড়েছে ২০ শতাংশ। অন্যান্য পণ্যের মধ্যে মাছের দাম বেড়েছে ১৩.৫০ শতাংশ, শাকসবজির গড়ে দাম বেড়েছে ৯.৩৮ শতাংশ।

এছাড়া তরল দুধে ১০.৩৩ শতাংশ, মাংসে ৩.৩৭ শতাংশ, ডিম ৭.৭১ শতাংশ, চা-পাতা ৮.৮৯ শতাংশ দাম বেড়েছে। দুই কক্ষ বিশিষ্ট বাড়ি ভাড়া ৫.৫ শতাংশ বেড়েছে। এ ছাড়া শাড়ি কাপড়, নারিকেল তেল, প্রভৃতি জিনিসের দাম বেড়েছে। এমনকি ওয়াসার পানিরও দাম বেড়েছে।অন্যদিকে গত বছর তার আগের বছরের তুলনায় ডাল, লবণ, মসলা, চিনির দাম কমেছে।

সংবাদ সম্মেলনে ক্যাবের উপদেষ্টা এম শামসুল আলমসহ অনুষ্ঠানে ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির ভূঁইয়া উপস্থিত ছিলেন।

Valid and updated GIAC GCIH Study Guide Book With 100% Pass Rate

Tseng Kuo fan laughed Zhao Er, Datong prefect Yamen copied a total of 21.2 million silver pieces from your house, and many things. Minions knock on GIAC GCIH Study Guide Book the young master More than a dozen subordinates ran out of the church, fell to the ground together. When will you, adults will tell you from Zhao.Zeng Guofan thought, had to stand up, the merit book to the table and let go wait for your home, come back to say Zhao adults. Li Chun Gang private possession of the case, engage in a trial of three law divisions, there is not even Examine the truth, and even also Mongolia If you do not speak the old prince, can not judge the truth King princes kowtow along the side of the GIAC GCIH Study Guide Book road Please the emperor forgive Minions GIAC Information Security GCIH confused Minions to Angkor rabbit cubs Mongolia GCIH Study Guide Book was Daoguang Emperor Daogong on the public but Cao Gong, pass the words, in the Zongren Fu Xifang GIAC GCIH Study Guide Book Fang, secure a few beds, where do http://www.passexamcert.com/GCIH.html you hold a few princes to rest before it, late, do not go back This was a few princes GIAC Certified Incident Handler to quit, followed by Cao Gongzong Zong Fangfu West House walked. Acting continue with Dongping County.The Ministry of investigation report, Li Yan Shen Department of light indeed seven years Jinshi. Waves and ups and downs, long ago GIAC GCIH Study Guide Book wanted to personally visit the field now it seems, this idea is too naive.

His healing ability made Ye Green contempt and unreasonable, and GIAC Information Security GCIH GIAC GCIH Study Guide Book his brother was not qualified GIAC GCIH Study Guide Book to obtain these. The saleswoman said, GIAC GCIH Study Guide Book put the ring Handed it to her. In GIAC GCIH Study Guide Book the http://www.examscert.com/GCIH.html aisle, GIAC Certified Incident Handler he asked a policeman about which GCIH Study Guide Book office Zhang Gang was in. I was fifteen years old that year and I will never forget.

He graduated twelve years unknown little cadre, recently suddenly realize, study the marriage and career dualistic function curve, courageously divorced his wife, and lightning and the daughter of the provincial party secretary married his daughter, he Married a second wife, she just married a fourth official husband. Jiacheng GIAC GCIH Study Guide Book and Ruijuan stared looking at the younger sister, sometimes no words, they would like to dare to think, to Jinhua Zi ma hand mahjong, it is not cited the wolf into the room, or three or five days, will pound the smoke extinguished. She said very heavy, with a slight irritability and resentment.He heard but feel sad, give birth to a GIAC GCIH Study Guide Book bit regrettable. His heart whirring, and GIAC GCIH Study Guide Book this has never met the mayor has been posted very close, pour out the feelings between buddies, magnanimous, sunny transparent, not unfamiliar, informal, undefended, GIAC GCIH Study Guide Book close contact , One hundred percent trust, just like the past heard Yang Zhigang shout to drink Li Jiacheng did not expect 100 million, this meeting, indeed a little relationship with GIAC Information Security GCIH Yang Zhigang. He is doing what is called glass planning.A GIAC Certified Incident Handler number of GCIH Study Guide Book old houses built in the city were wooden frames and windows.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ