সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ঢাকা-কাঠমান্ডু রুটে হিমালয় এয়ারলাইন্সের ফ্লাইট চালু

প্রকাশঃ

ঢাকা-কাঠমান্ডু রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে নেপালের বেসরকারি বিমান সংস্থা হিমালয় এয়ারলাইন্স। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই রুটে এর এ ৩২০-২১৪ বিমানের মাধ্যমে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে বিমান কোম্পানিটি।

ইউএস বাংলা এয়ারলাইন্সের নেপালে দুর্ঘটনার পর শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নেপালে যাত্রী সেবা দিয়ে আসছিল। এই রুটে এবার নতুন করে যাত্রা শুরু করবে নেপালের উড়োজাহাজ সংস্থা।

নেপাল থেকে বেলা ১১টা ১০ মিনিটে ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা ২টা ১০ মিনিটে ফ্লাইট নেপালের উদ্দেশে ছেড়ে যাবে । ইকোনমি আসনের যাত্রীরা ২০ কেজি ব্যাগেজ বিনামূল্যে ও প্রিমিয়াম ইকোনমি ক্লাসের যাত্রীরা ২৫ কেজি ব্যাগেজ বিনামূল্যে বহন করতে পারবেন।

ঢাকায় নেপালের রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্র জানান, এ ফ্লাইট চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সৈয়দপুর থেকে নেপালের পূর্বাঞ্চলে যেতে ১৫-২০ মিনিট লাগবে, এটা অভ্যন্তরীণ ফ্লাইটের মতোই, তাই ভাড়াও কম হবে। তবে ইমিগ্রেশনসহ দু’দেশের বিমানবন্দরেই অনেক কাজ করতে হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ