আন্তর্জাতিক পর্যটন মেলার ২০তম আসর ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫’এর ব্যাংকিং পার্টনার হিসেবে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর আয়োজিত মেলাটি আগামী ৬- ৮ ফেব্রুয়ারি ২০২৫ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে।
সম্প্রতি রাজধানীর বাংলাদেশ মনিটর কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এতদসংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হেড অফ ব্র্যান্ড মোঃ রজার ইবনে আজাদ এবং বাংলাদেশ মনিটরের ব্যবস্থাপনা সম্পাদক ডঃ ফরহাদ কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের অধীনে ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫ এর আয়োজন ও প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ মনিটরকে সার্বিক সহায়তা প্রদান করবে এমটিবি। এছাড়াও, মেলা চলাকালীন এমটিবি তাদের কার্ড ও ট্রাভেল প্রোডাক্টগুলো প্রচার এবং ভিজিটরদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার প্রদান করবে।
এবারের ঢাকা ট্রাভেল মার্টে স্বাগতিক বাংলাদেশসহ ৮টি দেশের ৪৫টির বেশি প্রতিষ্ঠান ও সংস্থা তাদের পন্য ও সেবা প্রদর্শন করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকবে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট, ট্রাভেল এজেন্সী ও আর্থিক প্রতিষ্ঠানসহ ভ্রমণ ও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান।
ভ্রমণকারী ও পর্যটক বান্ধব আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এমটিবি গ্রাহকদের মধ্যে বিশেষভাবে পরিচিত। সারা দেশে ব্যাংকটি ৮টি এয়ারপোর্ট লাউঞ্জের একটি বিস্তৃত নেটওয়ার্ক পরিচালনা করে। এছাড়াও, এমটিবি বিভিন্ন ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত প্রোডাক্ট ও সেবা অফার করে থাকে।