সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১০ লক্ষ টাকা প্রদান

প্রকাশঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ডেটা অ্যানালিটিকস এন্ড সার্ভিস সেন্টার নির্মাণে ১০ (দশ) লক্ষ টাকার চেক প্রদান করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। ২৭ এপ্রিল, রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এর নিকট চেক হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাফর আহমেদ খান, ভবন নির্মাণ কমিটির আহ্বায়ক অধ্যাপক সায়েমা শারমিন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন, এস এম আবু জাফর, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবীব উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পরিসংখ্যান বিভাগে ডেটা অ্যানালিটিকস এন্ড সার্ভিস সেন্টার নির্মাণে স্পন্সরশিপ প্রদানের জন্য আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জনগণের সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা শুধু সরকারের উপর নির্ভরশীল রাখতে চাই না। এজন্য ট্রাস্ট ও ফান্ড গঠন, অবকাঠামোগতো উন্নয়নসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার জন্য অ্যালামনাই ও দাতা সংস্থার প্রতি আহ্বান জানান।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান ডেটা অ্যানালিটিকস এন্ড সার্ভিস সেন্টার নির্মাণে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংককে সংযুক্ত করার জন্য পরিসংখ্যান বিভাগ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ভবন নির্মাণের ফলে ডেটা অ্যানালিটিকস আরও সহজ ও সহজলভ্য হবে এবং দেশের ব্যাংকিং খাত এ সার্ভিস সেন্টারের মাধ্যমে উপকৃত হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ