শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ঢাকা ব্যাংক এর সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়ের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশঃ

ঢাকা ব্যাংক গত ১৮ নভেম্বর ২০২৪ (সোমবার) এ নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি সংগ্রহের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করছে। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ মুহাম্মদ মারুফ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মীজানুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সর্বজনাব- এ এম এম মঈন উদ্দীন, শেখ আব্দুল বাকির; ব্যাংকটির Liability & Cash Management Unit এর হেড জনাব মোসলেহ আহমেদ সাদ মাহমুদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব জনাব বশিরুল হক ভূঁইয়া, প্রধান রাজস্ব কর্মকর্তা জনাব মোঃ মনিরুজ্জামান, আইসিটি প্রধান জনাব মোঃ আবু তৈয়্যব রোকন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সহযোগিতায় ঢাকা ব্যাংক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে একীভূত হয়ে ঢাকা ব্যাংকের শাখা ও উপশাখা থেকে ফি ও কর আদায় করবে এবং প্রথম পর্যায়ে ডিএসসিসি সার্ভারের সাথে এপিআই সংযোগের মাধ্যমে নগর ভবন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জোনাল অফিসে ৫ টি কালেকশন বুথ স্থাপন করবে। পরবর্তী পর্যায়ে ঢাকা ব্যাংক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকদের ঢাকা ব্যাংকের মোবাইল অ্যাপ এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে যেকোন স্থান থেকে রিয়্যাল-টাইম ভিত্তিতে অনলাইন ফি ও কর পরিশোধ করতে সক্ষম করবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ