রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

তথ্য হালনাগাদ না করলে সিম বন্ধ

প্রকাশঃ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) করপোরেট গ্রাহকদের তথ্য আগামী রবিবারের (৩০ নভেম্বর) মধ্যে হালনাগাদ করতে দেশের মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোকে সময় বেঁধে দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য হালনাগাদ না করা হলে সেসব সংযোগ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে বিটিআরসি। এই সতর্ক বার্তা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

এ বিষয়ে বিটিআরসির এক কর্মকর্তা জানান, বিটিআরসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে করপোরেট গ্রাহকদের তথ্য হালনাগাদ করা না হলে সেসব সংযোগ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

তিনি জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত প্রচারণা চালানো হচ্ছে। এতে করে গ্রাহকরা যেন মোবাইল অপারেটরদের সহযোগিতা করে।

এ ব্যাপারে সংশ্লিষ্টরা জানান, করপোরেট মোবাইল সিমের ক্ষেত্রে একটি অফিসের শুধুমাত্র একজন ফোকাল পয়েন্টের সকল তথ্য এবং আঙুলের ছাপ বা বায়োমেট্রিক ভেরিফিকেশন হয়ে থাকে। আর ওই অফিসের বাকিরা এসব সিম ব্যবহার করেন তাদের কেবল নামের তালিকা জমা দিতে হয়।

বিটিআরসি সিদ্ধান্ত নিয়েছে, এই সব সিম যেহেতু বিভিন্ন সময় নানান ব্যক্তি ব্যবহার করেন, সেই কারণে মাঝে মাঝেই তাদের তথ্য নেওয়া হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ