মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

তামাবিলে অগ্রণী ব্যাংক প্রথম যানবাহন ক্রয় ঋণ বিতরণ ভার্চুয়ালী উদ্বোধন করলো

প্রকাশঃ

সিলেটের তামাবিলে অগ্রণী ব্যাংক তামাবিল শাখার চাকুরীজীবি ও ব্যবসায়ী গ্রাহকদের মাঝে যানবাহন ক্রয় ঋণ বিতরনের অনুষ্ঠান করলো অগ্রণী ব্যাংক লিমিটেড। গত ৭/১২/২০২১ তারিখে অনুষ্ঠিত  উক্ত যানবাহন ক্রয় ঋণ বিতরনের অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন মহাব্যবস্থাপক (ঋণ আদায়) আশেক এলাহী, সিলেট সার্কেলের মহাব্যবস্থাপক রুবানা পারভীন, তামাবিল চুনাপাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি মো. লিয়াকত আলী এবং সভাপতিত্ব করেন সিলেট পশ্চিম অঞ্চলের অঞ্চল প্রধান মো.  আব্দুল লতিফ। প্রধান অতিথি এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম বলেন-‘ এখন থেকে চাকুরিজীবি ও  ব্যবসায়ীদের জীবনযাত্রার মানোন্নয়নকল্পে ব্যক্তিগত গাড়ি ক্রয়ের নিমিত্তে প্রয়োজনীয় অর্থের যোগান দিবে অগ্রণী ব্যাংক। তামাবিলের গ্রাহকদের প্রখম যানবাহন ক্রয় ঋণ প্রদানের  ধারাবাহিকতায় মানুষের স্বপ্নপূরণে এগিয়ে আসবে সরকারি মালিকানাধীন অগ্রণী ব্যাংক। ঋণ প্রদানের অর্পিত ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় এখন থেকে গ্রাহকেরা আরো দ্রত সিদ্ধান্ত জানতে পারবেন। সিলেট অঞ্চলে অগ্রণী ব্যাংক  এর ঋণ প্রদান আরো বৃদ্ধি পেলে এ অঞ্চলের ব্যবসায়ী, গ্রাহকেরা  বেশি উপকৃত হবেন।’ তিনি যানবাহন ক্রয় ঋণ যাতে আরো ব্যাপকভাবে গ্রাহকেরা পেতে পারে এ বিষয়ে দিক নির্দেশান প্রদান করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ