তিউনিশিয়ার উপকূলীয় অঞ্চলে নৌকা ডুবির ঘটনায় ৩৯ অভিবাসী মারা গেছেন। অপর ১৬৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এক বিবৃতিতে তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের সময় অভিবাসীবাহী দুটি নৌকা তিউনিশিয়া উপকূলে ডুবে যায়। এ ঘটনায় যারা নিহত হয়েছেন, তারা সবাই আফ্রিকান নাগরিক। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৬৫ জন যাত্রীকে। এদের অধিকাংশ যাত্রীই আফ্রিকা অঞ্চলের।
এদিকে তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সি জানিয়েছে, নৌকা ডুবির ঘটনায় ওই অঞ্চলের মাছ ধরার নৌকাগুলোর নাবিক ১৯ জনকে উদ্ধার করেছে। অনেকে নিখোঁজ থাকতে পারে। তাই অভিযান অব্যাহত রেখেছে তিউনিশিয়ান কোস্টগার্ড।
গত দুই মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছে প্রায় চার হাজার অভিবাসী। এর মধ্যে তিউনিশিয়া দিয়েই ঢুকেছে এক হাজার।