শনিবার, ৯ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

তিন কোটি গ্রাহকের ব্যাংকিং তথ্য হ্যাংক

প্রকাশঃ

বিখ্যাত মার্কিন সংস্থা ওয়াওয়া’র প্রায় ৩ কোটি গ্রাহকের ব্যাংকিং তথ্য অথ্যাৎ ডেবিট-ক্রেডিট কার্ডের তথ্য হ্যাংক হয়ে গেছে। আর্থিক দুর্নীতির তদন্তকারী সংস্থা জেমিনি এডভাইজরির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১ হাজার দোকান থেকে এসব গ্রাহকের ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য ফাঁস হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, চুরি যাওয়া ব্যাংকিং তথ্য অনলাইনে জোকার্স স্ট্যাশ নামক এক সংস্থার কাছে বিক্রির জন্য হ্যাকাররা জমা করেছে। কমপক্ষে ৩ কোটি গ্রাহকের ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য বিক্রি করা হয়েছে।

গত ডিসেম্বরে ওয়াওয়া’র সার্ভারে ম্যালওয়ার হানা হয়। ফলে বেশকিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল সংস্থার পেমেন্ট ব্যবস্থা। ওই হ্যাকিংয়ের সময়ই তথ্য ফাঁস হয় বলে দাবি জেমিনি এডভাইজরির। যদিও ওয়াওয়া’র পক্ষ থেকে তখন এই দাবি ভুল বলে জানানো হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ