বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

তিন বছরের জন্য এনবিএল এর চেয়ারম্যান নির্বাচিত হলেন মিসেস মনোয়ারা সিকদার

প্রকাশঃ

দেশের প্রথম বেসরকারি ও ঐতিহ্যবাহী ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মিসেস মনোয়ারা সিকদার। গত ১০ ফেব্রুয়ারি দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন দেশের অন্যতম পথিকৃত ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার। তাঁর মৃত্যুতে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদটি শূন্য হয়। বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ব্যাংকের ৪৪৩ তম বোর্ড সভায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের স্ত্রী মিসেস মনোয়ারা সিকদার সর্বসম্মতিক্রমে পরবর্তী তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

সভার শুরুতে সদ্য প্রয়াত চেয়ারম্যানের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এ.এস.এম বুলবুল। এরপর এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ সৈয়দ আব্দুল বারী। এরপর ব্যাংকের পরিচালক জনাব রন হক সিকদার তাঁর প্রয়াত পিতা বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার মৃত্যুর আগে উনার পর তাঁদের মা অর্থাৎ মিসেস মনোয়ারা সিকদারের সিদ্ধান্ত যাতে সবাই গ্রহণ করে এমন ইচ্ছার কথা তাঁকে বলেছিলেন, তিনি সভাকে তা অবহিত করেন। এরই সাথে স্বতন্ত্র পরিচালক নাঈমুজ্জামান মুক্তা পরবর্তী তিন বছরের জন্য ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মিসেস মনোয়ারা সিকদারের নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করেন। এরপর অন্যান্য পরিচালকবৃন্দ পারভীন হক সিকদার এমপি, রিক হক সিকদার, মোয়াজ্জেম হোসেন, আলহাজ্জ্ব খলিলুর রহমান, জাকারিয়া তাহের, মাবরুর হোসেন তাঁদের আন্তরিক সমর্থন জ্ঞাপন করেন। এ সময় সকলে শ্রদ্ধার সাথে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের অবদান স্মরণ করেন এবং নতুন চেয়ারম্যানের পাশে থাকবার প্রত্যয় ব্যক্ত করেন।
নতুন চেয়ারম্যান সকলকে ধন্যবাদ ও প্রয়াত চেয়ারম্যানের স্বপ্নপূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করবার আহ্বান জানিয়ে সভা শেষ করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ