বুধবার, ২০শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল ব্যাহত

প্রকাশঃ

তীব্র স্রোতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। এদিকে ঈদে ঘরমুখো মানুষের প্রতিনিয়ত চাপ বাড়ছে ঘাটগুলোতে।

পদ্মা ও যমুনার পানি বেড়ে তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পাটুরিয়া ঘাটে চার শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। ১৫টি ফেরি চলাচল করছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

অন্যদিকে, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করছে। তবে, তীব্র স্রোতের কারণে রাতে ফেরি চলাচল বন্ধ থাকছে। পদ্মার পানি বাড়ায় ১ ও ৪ নম্বর পন্টুন পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে। কাঁঠালবাড়ি ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ৩ শতাধিক যানবাহন। এতে চরম দুর্ভোগে পরেছে সাধারণ যাত্রী ও ট্রাক চালকরা।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ