মঙ্গলবার, ৩রা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

তৃতীয় দিনে ৯২ হাজারের উপরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

প্রকাশঃ

আসন্ন ঈদ যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন ১০ ঘণ্টায় সারাদেশে প্রায় সাড়ে ৯২ হাজার টিকিট বিক্রি হয়েছে। আজ (৩ জুলাই) বিক্রি হয়েছে আগামী ৭ জুলাইয়ের টিকিট।

রোববার (৩ জুলাই) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান ‘সহজ-সিনেসিস-ভিনসেন জেভি’।

সহজ জানায়, ঈদের টিকিট বিক্রির তৃতীয় দিন অর্থাৎ ৩ জুলাই সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে মোট টিকিট বিক্রি হয়েছে ৯২ হাজার ৪৮৯টি। এর মধ্যে অনলাইনে বিক্রি হয়েছে ৪২ হাজার ৭২৭টি এবং কাউন্টারে বিক্রি হয়েছে ৪৯ হাজার ৭৬২টি।

এছাড়া শুধুমাত্র ঢাকা থেকে টিকিট বিক্রি হয়েছে ৩২ হাজার ১৫৩টি। এর মধ্যে শহরের ৬টি স্টেশনের কাউন্টার থেকে ১৬ হাজার ৯৬৩টি এবং অনলাইনে ১৫ হাজার ১৯০টি টিকিট বিক্রি হয়েছে। অন্যদিকে ৩২ হাজার ১৫৩টি টিকিটের মধ্যে ৫ হাজার ৪৪০টি অবিক্রিত (গত কয়েক দিনের) টিকিট বিক্রি হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ