শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের শেয়ার প্রতি এনএভি ১৫ টাকা ৭৮ পয়সা

প্রকাশঃ

পুঁজিবাজারে নিবন্ধিত বেসরকারিখাতের এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের তৃতীয় প্রান্তিকে সমন্বিত হিসেবে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) বেড়ে হয়েছে ১৫ টাকা ৭৮ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১৫ টাকা ১ পয়সা। আর এককভাবে শেয়ার প্রতি এনএভি দাঁড়িয়েছে ১৫ টাকা ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৪ টাকা ৭৮ পয়সা। বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৫২তম সভায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনুমোদিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এসব তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদনের তথ্যানুসারে, চলতি ২০২২ সালের সেপ্টেম্বর শেষে সমন্বিত হিসেবে ব্যাংকটির অফ ব্যাল্যান্সশিটসহ ব্যালান্সশিটের আকার দাঁড়িয়েছে ২৪ হাজার ৬৯৩ কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বরে যা ছিল ১৯ হাজার ৩৯২ কোটি টাকা। এছাড়া সমন্বিতভাবে চলতি বছরের সেপ্টেম্বরে ব্যাংকটির মোট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১ হাজার ২৫২ কোটি টাকা। গতবছরের সেপ্টেম্বরে যা ছিল ১ হাজার ১৯১ কোটি টাকা। এককভাবে এনএভি হয়েছে ১ হাজার ২১৯ কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বরে যা ছিল ১ হাজার ১৭২ কোটি টাকা। এছাড়া ২০২২ সালের জানুয়ারি-সেপ্টেম্বরে সময়ে সমন্বিতভাবে ব্যাংকের ইপিএস ১ টাকা ৪৮ পয়সা এবং এককভাবে ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ২৫ পয়সা।

এছাড়া চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকের আমানত ২৬ দশমিক ২২ শতাংশ বেড়ে হয়েছে ১৪ হাজার ৬৮৭ কোটি টাকা। আগের বছর একই সময় ছিল ১১ হাজার ৬৩৬ কোটি টাকা। ঋণের পরিমান ২৯ দশমিক ৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭২৮ কোটি টাকা। আগের বছর সেপ্টেম্বরে ঋণ ছিল ৯ হাজার ৮১৮ কোটি টাকা।

ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমালের সভাপতিত্বে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও পরিচালক রফিকুল ইসলাম মিয়া আরজু, এ এম সাইদুর রহমান, মোহাম্মদ ওলিউর রহমান, একেএম মোস্তাফিজুর রহমান, লকিয়ত উল্যাহ, বিকল্প পরিচালক ডা. কুতুব উদ্দীন, স্বতন্ত্র পরিচালক ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান, এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার ও ড. রাদ মুজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম আউলিয়া, এএমডি কাজী মো.তালহা, ডিএমডি ও প্রধান আর্থিক কর্মকর্তা হারুনুর রশীদ, কোম্পানি সচিব রিয়াজ উদ্দিন আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ