বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

তেলাপিয়া মাছ খেলে যে সব রোগ হতে পারে।

প্রকাশঃ

তেলাপিয়া বাংলাদেশে বেশ জনপ্রিয় একটি মাছ। যদিও প্রথম দিকে এ মাছের প্রতি তেমন একটা আগ্রহ ছিল না। বর্তমানে তেলাপিয়া বাঙালির অত্যন্ত প্রিয় একটি মাছ। তেলাপিয়ায় প্রোটিন, পটাশিয়াম, ভিটামিন বি-১২, ফসফরাসের মতো একাধিক অপরিহার্য উপাদান রয়েছে বলে জানিয়েছেন পুষ্টিবিদরা।

এ মাছের পুষ্টিগুণ নিয়ে এখনও কোনো দ্বিমত হয়নি পুষ্টিবিদদের মাঝে। তবে সম্প্রতি একাধিক গবেষণায় দেখা গেছে তেলাপিয়া মাছের বেশ কয়েকটি ক্ষতিকর দিক রয়েছে।

যেসব রোগ/ক্ষতি হতে পারে:

তেলাপিয়া মাছ খেলে মরণব্যাধি ক্যান্সারের ঝুঁকি প্রায় ১০ শতাংশ বেড়ে যেতে পারে বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) গবেষকরা। এশিয়া থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া তেলাপিয়া মাছগুলোর ওপর গবেষণা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ। গবেষণায় তারা এসব তেলাপিয়া মাছের দেহে মানব দেহের জন্য ক্ষতিকারক বিষ খুঁজে পান।

৮০০-র বেশি নমুনা পরীক্ষা করে ‘ডিবিউটিলিন’ এবং ‘ডাইঅক্সিন’ নামের মারাত্মক ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি পান এসব তেলাপিয়া  মাছে।  প্লাস্টিকের বিভিন্ন জিনিস তৈরিতে ব্যবহৃত হয় এই ‘ডিবিউটিলিন’ যা মানবদেহে প্রবেশ করলে স্থুলতা, হাঁপানি, অ্যালার্জি এবং নানা রকমের বিপাকীয় রোগের কারণ হয়ে দাঁড়ায়।  ‘ডাইঅক্সিন’ ভয়ংকরে একটি রাসায়নিক যা মানবদেহে প্রবেশ করলে ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে বলে বিজ্ঞানীরা দাবি করেছেন।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এর রিপোর্টে জানানো হয়েছে, তেলাপিয়া উৎপাদনে ব্যবহৃত মাছেদের খাদ্য হাঁস, শূকর বা মুরগির দেহাবশেষ থেকে তৈরি করা হয়। ফলে এগুলো খেয়ে মাছ যেমন দ্রুত বেড়ে ওঠে ঠিক একই সঙ্গে বিষাক্তও হয়ে ওঠে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া তেলাপিয়া মাছের বাজারের ৭০ শতাংশই চীনের দখলে। বাংলাদেশসহ বিশ্বের ১৩৫টিরও বেশি দেশে বর্তমানে তেলাপিয়া মাছের চাষ হয়।

বাংলাদেশে উৎপাদিত তেলাপিয়াতে কোনো ক্ষতিকর উপাদান নেই বলে দাবি করা হয়েছিল বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিউটটের (বিএফআরআই) পক্ষ থেকে। ২০১৬ সালে বিএফআরআই এর এক গবেষণার তথ্য তুলে ধরে তৎকালীন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. মাকসুদুল হাসান খান বলেছিলেন ‘বাংলাদেশে উৎপাদিত তেলাপিয়া মাছ খাওয়ার ক্ষেত্রে কোনো স্বাস্থ্যগত সমস্যা বা ঝুঁকি নেই।

New Release Isaca CRISC PDF Exams With 100% Pass Rate

Ming Isaca CRISC PDF Exams CRISC Certification CRISC Zhe put his face on Wu Fei for a while before letting his Isaca CRISC PDF Exams hands go. But he Isaca CRISC PDF Exams didn t think it, his eyes were just http://www.passexamcert.com staring inside. Just as Certified in Risk and Information Systems Control courageous as ever, I always Isaca CRISC PDF Exams said that my mother was there, and I dare not live alone. Now we immediately abandoned Liu Heiting and Li Dachun to the CRISC PDF Exams side of Liu Laopo.

At this moment, she was really angry with Xiao Yan in her heart How can you do this What is Shang Changsheng not good for you The Shangjili Isaca CRISC PDF Exams Group is both his and yours. If I didn t eat with Monk at that night, and didn t go to his room to see the picture he had CRISC PDF Exams on the computer, he wouldn t doubt his personality without doubt about his personality, she wouldn t pay attention to it. Anyone who works in the local area, who is Isaca CRISC PDF Exams an engineer or a teacher, who is going out to take a car now Who lives http://www.examscert.com/CRISC.html in a house that Isaca CRISC PDF Exams is Isaca CRISC PDF Exams wider than you Who can match a secretary Who can attend a banquet in a hotel all day Only you, the deputy mayor, only have a car to sit, a big house to live in, a secretary to Certified in Risk and Information Systems Control use, and a banquet to eat. Shang general CRISC Certification CRISC manager, I am sorry that I am unable to return to the sky.

She is holding the small bag close your eyes.Brother could not help crying, CRISC Certification CRISC siblings Isaca CRISC PDF Exams crying one. Like Isaca CRISC PDF Exams a chef holding a plate and a good dough to Simmons on a stall, Isaca CRISC PDF Exams master master operating procedures, hard to knead the surface of rapid CRISC PDF Exams pressure, rolling surface. In addition to Jia Cheng, all Certified in Risk and Information Systems Control the Masters do not know where the gods live, relatives of relatives who, which is his CRISC PDF Exams friend, how he sent the day, so it was even cast a layer of mystery.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ