শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ত্বককে সুরক্ষিত রাখতে কাজ করে বিবি ক্রিম

প্রকাশঃ

ত্বককে সুরক্ষিত রাখতে কাজ করে এই বিবি ক্রিম। মেকআপ করার সময় না থাকুক বা মেকআপ না করতে জানলেও সমস্যা নেই। বিবি ক্রিমের ব্যবহারেই আপনাকে দেখতে লাগবে চমৎকার।

বিবি ক্রিম কী

বিবি ক্রিমের বিবি অর্থ হলো ব্লেমিশ বাম বা বিউটি বাম। এটি মূলত হালকা টিন্টেড ময়েশ্চারাইজার। ত্বককে মোলায়েম রাখার পাশাপাশি রোদ থেকেও রক্ষা করে। ময়েশ্চারাইজার ও ফাউন্ডেশনের কাজ একইসঙ্গে করে বিবি ক্রিম। রুক্ষ ত্বকেও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন বিবি ক্রিম। জেনে নিন এর কিছু ব্যবহার-

কনসিলার হিসেবে

আপনি কনসিলার ব্যবহার করতে না চাইলে তার পরিবর্তে বেছে নিতে পারেন বিবি ক্রিম। এই ক্রিম মুখের যেকোনো দাগছোপ ঢাকতে সাহায্য করে। ডার্ক সার্কেলসহ যেকোনো দাগছোপ ঢেকে ফেলে সাহায্য নেওয়া যেতে পারে বিবি ক্রিমের। এটি ব্যবহার করলে আলাদা করে কনসিলার ব্যবহারের দরকার হবে না।

প্রাইমার হিসেবে

মেকআপের ক্ষেত্রে প্রাইমারের গুরুত্ব জানেন নিশ্চয়ই। প্রাইমার হাতের কাছে না থাকলে বা ব্যবহার করতে না চাইলেও সমস্যা নেই। এর বদলে ব্যবহার করতে পারেন বিবি ক্রিম। এই ক্রিমকেই প্রাইমার হিসেবে লাগিয়ে নিতে পারেন। তারপর মেকআপ ব্যবহার করতে পারেন। এতে মেকআপ দীর্ঘ সময় থাকবে।

ফাউন্ডেশন হিসেবে

হালকা ফাউন্ডেশন ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এতে ত্বকের উপর মেকআপের আলাদা প্রলেপ তৈরি হয় না। ফাউন্ডেশন ব্যবহার না করে এর বদলে বিবি ক্রিম ব্যবহার করতে পারেন। এতে আপনার ত্বক আরও মসৃণ দেখাবে।

আরও পড়ুন : ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে ব্যবহার করুন আলুর প্যাক

এসপিএফ

রোদে বের হলে বেশি প্রয়োজন পড়ে এসপিএফের। ময়েশ্চারাইজার ব্যবহারের পর তার উপর এসপিএফ ব্যবহার করলে ত্বকের উপর মোটা আস্তরণ পড়ে। এসপিএফ ও ময়েশ্চারাইজার দুটোরই কাজ করতে পারে বিবি ক্রিম। বিবি ক্রিমে থাকে এসপিএফ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ