ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চেষ্টার কমতি থাকে না নারীদের। তাইতো নানা রকম প্রসাধনীর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে ত্বকের মারাত্মক ক্ষতির পরিমাণও।
তাই ত্বককে ক্ষতির হাত থেকে বাঁচাতে প্রসাধনীর ব্যবহার ছেড়ে প্রাকৃতিক উপায় অবলম্বন করুন। এর ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ম্যাজিকের মতো। তাও ঘরোয়া কিছু সহজ উপকরণেই।
চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে ঘরোয়া উপায়ে ত্বকের উজ্জ্বলতা বাড়ানো সম্ভব-
প্রাকৃতিক পদার্থ দুধ আর এতে রয়েছে ল্যাকটিক এসিড। এই ল্যাকটিক এসিড ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
যেভাবে ব্যবহার করবেন: একটি পাত্রে এক টেবিল চামচ দুধ ও এক টেবিল চামচ গ্রিন টি একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি কটনবারের সাহায্যে মুখে লাগিয়ে নিন। এভাবে ১৫ মিনিট রাখুন। তারপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন গোসলের আগে এই পদ্ধতিটি অনুসরণ করলে ভালো ফলাফল পাবেন।