বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

থার্টি ফার্স্ট নাইট উদযাপনে ডিএমপির নিষেধাজ্ঞা

প্রকাশঃ

আগামীকাল (১ জানুয়ারি ২০২০ সাল) ইংরেজী নববর্শ।  ইংরেজি নতুন বছর উদযাপন করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই নির্দেশনার কথা জানান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের দেশের কালচারের সঙ্গে, আমাদের সংস্কৃতির সঙ্গে যায় সামঞ্জস্যপূর্ণ এমন ধরনের অনুষ্ঠান যেন আয়োজন করা হয়। সে ক্ষেত্রে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। আর কোথাও আতশবাজি, পটকা এগুলো না ফোটানোর জন্য আমরা অনুরোধ করব।’

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার পর সকল যানবাহন প্রবেশ নিষিদ্ধ বলেও জানান শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘নিরাপত্তার স্বার্থে পরিচয়ধারীদের তল্লাশি করে ছাড়া হবে।’

এ সময় নববর্ষ উপলক্ষে সারা দেশে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ