সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়লেন তামিম-লিটন

প্রকাশঃ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতেই দক্ষিণ আফ্রিকার মাটিতে উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়ে ফেলেছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস।

জনসেনের করা ১৬তম ওভারে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৫০ স্পর্শ করে। এতেই হয়ে যায় রেকর্ড।

দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে প্রথম উইকেটে সর্বোচ্চ জুটিটি ৪৬ রানের। ২০০৮ সালে বেনোনিতে সেই ম্যাচে তামিম ইকবালের সঙ্গী ছিলেন ইমরুল কায়েস।
তবে এমনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটিটি ১৫৪ রানের। ২০১৫ সালে চট্টগ্রামে এই রেকর্ড জুটি গড়েছিলেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার। সেই ইমরুল আর সৌম্য দুজনেই এখন জাতীয় দলের বাইরে আছেন। আজ শেষ পর্যন্ত তামিম-লিটনের উদ্বোধনী জুটি ভেঙেছে ৯৫ রানে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ