সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

দিনাজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত

প্রকাশঃ

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জোলাগাড়ী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলা স্বপ্নপুরী গ্রামের সাইদুর রহমানের ছেলে সুজন (৩৭), সেতাবুল ইসলামের ছেলে ওসমান গণি (৩০) ও ওই গ্রামের বিপ্লব হোসেন (৩০)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১১টার দিকে বিরামপুর-নবাবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির দুর্ঘটনায় বিষয়ে জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে বিরামপুর থেকে মোটরসাইকেলে করে নবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন ওই তিন যুবক। এসময় জোলাগাড়ী এলাকায় একটি ভেপু মেশিনের (ট্রেজার) সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন। আহতাবস্থায় এক যুবককে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে যায় স্থানীয়রা, পরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

এ ব্যাপারে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ