শুক্রবার, ২৪শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

দুবাইয়ে লটারি জিতে কোটিপতি বাংলাদেশি এক প্রবাসী

প্রকাশঃ

দুবাইয়ের লটারি প্রতিযোগিতায় ১০ লাখ দিরহাম (দুই কোটি ৩০ লাখ টাকা) জিতেজেন এক বাংলাদেশি প্রবাসী। গতকাল মঙ্গলবার দুবাইয়ের আল আনসারি এক্সচেঞ্জের গ্রীষ্মকালীন প্রচারমূলক একটি আয়োজনে এই অর্থ জেতেন ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা আবদুল্লাহ আল আরাফাত মোহাম্মদ মহসিন (৩০)।

আন্তর্জাতিক গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, লটারিতে পাওয়া এই অর্থ আরাফাত আপাতত তার ব্যাংকে জমা করবেন। পরে পুরস্কারের অর্ধেকটা তিনি নিজের বাড়ি পাঠিয়ে দেবেন। আর বাকি অর্থ তিনি তার টেইলার্স ব্যবসায় কাজে লাগাবেন। এ ছাড়া মোবাইলের বিভিন্ন যন্ত্রংশের ব্যবসায়ও এই অর্থ ব্যায় করবেন।

অনুষ্ঠানে একটি চতুষ্কোণ কাঁচের বাক্সে ছিল নগদ পুরস্কারের অর্থ। বিজয়ী ঘোষণা হওয়ার পরপরই পুরো টাকাটি আরাফাতকে দিয়ে দেয় লটারি কর্তৃপক্ষ।

এ ছাড়া অনুষ্ঠানে বিজয়ী হয়েছেন আরও আট ব্যক্তি। এদের মধ্যে দুজন আমিরাতের, দুজন ফিলিপাইনের, একজন ভারতীয়, একজন পাকিস্তানি, একজন ইন্দোনেশিয়ান এবং অপর আরেক বাংলাদেশি। তারা প্রত্যেকেই পেয়েছেন ১০ হাজার দিরহাম (২ লাখ ৩০ হাজার টাকা)।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ