বুধবার, ৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

দেশে অবস্থিত অবৈধ বিদেশীদের ফেরত পাঠাবে বাংলাদেশ

প্রকাশঃ

ভিসা ও পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পরেও যেসব বিদেশী এখনও বাংলাদেশে অবস্থান করছেন প্রয়োজনে সরকারী খরচে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক জানিয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি মোজাম্মেল হক এ তথ্য জানান। তিনি বলেন, ‘বাংলাদেশে ৫০০-৭০০’র ওপরে বিদেশী নাগরিক আছেন, যাদের পাসপোর্টের মেয়াদ ও ভিসা নেই। তারা মেয়াদোত্তীর্ণ অবস্থায় এদেশে অবৈধ ভাবে অবস্থান করছেন। এই বিদেশী চক্র টাকা পাচার এবং অন্যান্য ক্রাইমে জড়িয়ে পড়ছে বলে মাঝে মাঝে জানা যায়। তারা বিক্ষিপ্তভাবে ঢাকা শহরের গুলশানে, এখানে-সেখানে, হোটেলে থাকে।’ ‘আজকে সিদ্ধান্ত হয়েছে তাদের পরিপূর্ণ তালিকা পুলিশ বিভাগের কাছে আছে। তাদের সবাইকে ক্যাম্পে নিয়ে রেখে স্ব স্ব দেশে পাঠিয়ে দেয়ার জন্য তাদের যদি নিজেদের টিকেট কাটার সামর্থ্য না হয় সরকারী পয়সায় টিকেট কেটে তাদের দেশে পাঠানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ