রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ২০ লাখ

প্রকাশঃ

দেশে ২০২৩ সালের শুরু থেকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে চলেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে, জানুয়ারি-মার্চ পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২০ লাখ বেড়েছে। পাশাপাশি মোবাইল ফোন গ্রাহকের সংখ্যাও বেড়েছে ৩০ লাখের বেশি।

বিটিআরসির তথ্য বলছে, গত বছরের জুলাইয়ে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১২ কোটি ৭৫ লাখের কিছু বেশি। এর পর থেকে তা কমতে শুরু করে। বিশেষ করে মোবাইল ইন্টারনেটের গ্রাহক উল্লেখযোগ্যভাবে কমতে থাকে।

বিটিআরসির সর্বশেষ তথ্য বলছে, দেশে ইন্টারনেট গ্রাহক ১২ কোটি ৬১ লাখের বেশি। গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত গ্রাহক বেড়েছে ২০ লাখ। এর মধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক ১১ কোটি ৪০ লাখের বেশি এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক ১ কোটি ২০ লাখের বেশি।

দেশে গত তিন মাসে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যাও বেড়েছে। এ সময় গ্রাহক ৩০ লাখের বেশি বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৩৮ লাখ। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটি ৩ লাখ, রবির ৫ কোটি ৫৫ লাখ, বাংলালিংকের ৪ কোটি ১৩ লাখ ও টেলিটকের ৬৬ লাখ। টেলিটক বাদে বাকি তিন অপারেটরেরই গ্রাহকের সংখ্যা বেড়েছে।

২০২২ সালের জুনে দেশে মুঠোফোন গ্রাহক ছিলেন ১৮ কোটি ৪৪ লাখ। সেবার মান নিয়ে প্রশ্ন তুলে বিটিআরসি ওই বছরের ২৯ জুন গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এ নিষেধাজ্ঞার ফলে অপারেটরটির প্রতিদিন ৪০ হাজারের মতো সিম বিক্রি বন্ধ হয়ে যায়। এ ছাড়া তারা ৩৫ লাখের মতো গ্রাহক হারায়। গ্রামীণফোনের সিম বিক্রির নিষেধাজ্ঞার ফলে সর্বমোট তাদের গ্রাহকের সংখ্যাও কমে যায়। চলতি বছরের ২ জানুয়ারি এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ