শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

দেশে একদিনে করোনায় আরও ৪১ জনের মৃত্যু, শনাক্তের হার ১৬.৯৫

প্রকাশঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৭৪৪ জনে। নতুন শনাক্তের ৫৯ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৭২৬৪ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৮০১৬ জন।

এ পর্যন্ত মোট শনাক্ত ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জন। দৈনিক শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশে পৌঁছেছে।যা আগের দিন এই সংখ্যা ছিল ১৮ দশমিক ৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১১০৪৬ জন এবং এখন পর্যন্ত ১৬ লাখ ৪৪ হাজার ৬২৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৮৭১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৫৭৮ টি নমুনা সংগ্রহ এবং ৪২ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

আরও পড়ুন : দেশে করোনা আক্রান্তদের ৮২ শতাংশই ওমিক্রন

নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৮১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ