শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

দেশে সঞ্চয়পত্র বিক্রি বেড়েই চলছে

প্রকাশঃ

যত দিন যাচ্ছে ততই সঞ্চয়পত্রের দিকে ঝুকছে দেশের বিনিয়োগকারীরা, তাই দিন বাড়ার সাথে সাথে সঞ্চয়পত্রও বিক্রি বেড়েই চলেছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই’২০১৮-মার্চ’২০১৯) সঞ্চয়পত্র থেকে নিট বিনিয়োগ এসেছে প্রায় ৪০ হাজার কোটি টাকা। যা অর্থবছরের লক্ষ্যমাত্রার প্রায় দেড়গুণ।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে সবমিলিয়ে ৬৮ হাজার ২৫৮ কোটি টাকার বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বিক্রি হয়েছে।গত অর্থবছরের একই সময়ে বিক্রির পরিমাণ ছিল ৬০ হাজার ১২৫ কোটি টাকা। এ হিসাবে গত অর্থবছরের একই সময়ের চেয়ে চলতি সময়ে সঞ্চয়পত্রের বিক্রি বেড়েছে ১৩.৫২ শতাংশ।

ব্যবসা-বাণিজ্যে মন্দা,পুঁজিবাজারে আস্থাহীনতাসহ নানা কারণে বিনিয়োগকারীরা সঞ্চয়পত্রে দিকের ঝুঁকছেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। এছাড়া ব্যাংক আমানতের সুদের চেয়ে সঞ্চয়পত্রে দ্বিগুণ বেশি মুনাফা। ফলে সকল শ্রেণীর মানুষেরাই সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছেন। সঞ্চয়পত্রে বিনিয়োগকে নিরাপদ মনে করায় এ খাতে আমানতের পরিমাণ বাড়ছে।

আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটেও সঞ্চয়পত্রের সুদহারে কোনও পরিবর্তন আসছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বর্তমানে পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হার ১১.৫২ শতাংশ। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার হার ১১.২৮ শতাংশ, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের মুনাফার হার ১১.০৪ শতাংশ, পেনশনার সঞ্চয়পত্রের মুনাফার হার ১১.৭৬ শতাংশ।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত কয়েক বছর ধরেই সঞ্চয়পত্র বিক্রি বাড়ছে। ২০১৩-১৪, ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ অর্থবছরে বিক্রির পরিমাণ ছিল যথাক্রমে ২৪ হাজার ৩১০ কোটি, ৪২ হাজার ৬৬০ কোটি এবং ৫৩ হাজার ৭১২ কোটি টাকা।

২০১৬-১৭ অর্থবছরে বিক্রির পরিমাণ ছিল ৭৫ হাজার ১৩৫ কোটি টাকা। গত ২০১৭-১৮ অর্থবছরে বিক্রি হয় ৭৮ হাজার ৭৮৫ কোটি টাকার সঞ্চয়পত্র।

F5 101 Vce Files : Application Delivery Fundamentals

I know he made no mistake, how wrong I F5 101 Vce Files will not explain.Why do I not hate Because I know I am a soldier. Because they are ordinary rural 101 Vce Files soldiers that can no longer be ordinary.If they finally go to the city trip, will be as happy as the New Year. Dog head high school squadron is also taking advantage of seven drunk light ass drunken boxing in public, but the Finnish brother applause to tell the truth, this grandson 101 Vce Files drunken boxing really play good fancy, is never taught us to see To master disciples this title really is not in vain. After I wake up to see that distance, probably only 50 meters, but how long I climb I have no answer so far. What F5 101 Vce Files are the military literature The reason for F5 Certification 101 the failure in Application Delivery Fundamentals the hostage incident in Iran and the role of Special Forces in the British Arma Sea Naval Battle.

Back to the duty room, 101 Vce Files I do not know F5 Certification 101 should be glad that they do not call brave, or regret their cowardice. Some say that the 80 year old shouted, longevity and longevity some praised the razor for them to set an example, consciously do not give their children to find trouble, so F5 101 Vce Files quickly gone. She was announcing to all http://www.examscert.com acquaintances that she would disappear from the city for some time. No matter what happens in this F5 101 Vce Files world, his celibacy remains unchanged.His celibacy means that he will never go for extravagance except for his wife, Dong Ruijuan. Ruijuan muses, this is also.The government has no choice but to let him go, let alone us. The eldest sister saw the gold boy, instinctively want to vomit Application Delivery Fundamentals nausea.She asked, what happened Gold Wazi is also a natural fear of eldest sister, is fulfilling the world on a thing down a thing.

The injury on his body 101 Vce Files is such http://www.testkingdump.com/101.html a face F5 101 Vce Files and stomach. F5 Certification 101 The people who did not chase the chess F5 101 Vce Files stalls, Feng F5 101 Vce Files Xiao escaped. Who Application Delivery Fundamentals is blocking you Zhao Hongbing them

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ