মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

দ্বিতীয়বারের মতো জনতা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও হলেন মোঃ আব্দুছ ছালাম আজাদ

প্রকাশঃ

বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ গত বুধবার (৯ ডিসেম্বর, ২০২০) দ্বিতীয়বারের মতো জনতা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ৫ ডিসেম্বর ২০১৭ সালে প্রথমবার জনতা ব্যাংকে সিইও এন্ড এমডি হিসেবে যোগদান করে সফলভাবে মেয়াদ পূর্ণ করেছেন। সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদানের পূর্বে তিনি একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং তারও আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

মোঃ আব্দুছ ছালাম আজাদ ১৯৮৩ সালে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে জনতা ব্যাংকে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। জনতা ব্যাংক লিমিটেডের মাঠ পর্যায়ের বিভিন্ন শাখার প্রধানসহ বিভিন্ন কর্মস্থলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখা ও ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে ১৯৭১ সালে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। দেশে বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন ওয়ার্কসপ, সেমিনারে তিনি অংশগ্রহণ করেন। তিনি সংযুক্ত আরব আমিরাত, ইটালি, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সিংগাপুর, মালয়েশিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমন করেছেন।

মোঃ আব্দুছ ছালাম আজাদ ১৯৫৮ সালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলাস্থ চর নবীপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম আনসার আলী এবং মাতার নাম মরহুম সূর্য বানু নেসা। তিনি পাবনা এডওয়ার্ড কলেজ হতে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ইংরেজী ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ এর একজন ডিপ্লোমেড এসোসিয়েট।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ