রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোঃ নাসিরুজ্জামান

প্রকাশঃ

কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব মোঃ নাসিরুজ্জামান বাংলাদেশ কৃষি ব্যাংকের দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান হিসেবে ০৮ জানুয়ারি, ২০২৪ তারিখে যোগদান করেছেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে ১৪-১২-২০২০ হতে ১৩-১২-২০২৩ পযর্ন্ত ০৩ (তিন) বছর অত্যান্ত সুনামের সাথে প্রথম মেয়াদ সম্পন্ন করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। সচিব হিসেবে দায়িত্ব পালনের পূর্বে তিনি বিএডিসি’র চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। এরও পূর্বে তিনি মাঠ প্রশাসনে শেরপুর জেলায় জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ে অর্থ বিভাগ, ইআরডি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপুর্ণ পদে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণে স্নাতক, নর্দান ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে পরিবেশ বিজ্ঞানে এমএসসি ডিগ্রী অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি অব ডারহাম, যুক্তরাজ্যের উলভারহ্যামটন এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন।

তিনি দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। রাষ্টীয় দায়িত্ব পালন কালে তিনি দেশের পক্ষে বিভিন্ন চুক্তি, প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণের জন্য এশিয়া, ইউরোপ, নর্থ আমেরিকা, আফ্রিকা এবং অস্ট্রেলিয়াসহ অনেক দেশ সফর করেন। এ ছাড়াও তিনি সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধূলায় নিজেকে সম্পৃক্ত রেখে বিভিন্ন সামাজিক সাস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ