সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

দ্রুত ওজন কমাতে ঘুমানোর আগে যেসব পানীয় পান করবেন

প্রকাশঃ

বাড়তি ওজন নিয়ে চিন্তায় কপালে ভাজ তুলে তিন বেলার খাবার কমিয়ে অর্ধেক করে ফেলেছেন। তবুও পাচ্ছেন না কাঙ্ক্ষিত গড়ন? ওজন কমাতে হলে শুধু ডায়েটেই নয় নজর দিতে হবে রোজকার জীবন অভ্যাসেও। সঠিক সময়ে ঘুম, পরিমিত খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম আপনার ওজন কমাতে সহায়তা করবে। তবে দ্রুত ওজন কমাতে এসবের পাশাপাশি রাতে ঘুমানোর আগে পান করুন তিন পানীয়। পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত গড়ন-

দারচিনি আদা পানীয় : একটি পাত্রে আদা কুচি এবং দারুচিনি সেদ্ধ করে তাতে এক চামচ মধু মিশিয়ে নিন। ব্যাস, তৈরি আপনার পানীয়। ঘুমাতে যাবার আগে পান করুন রোজ। এটি আপনার বিপাক হার বাড়িয়ে ক্যালরি পুড়িয়ে দেবে। এতে আপনি পাবেন ছিপছিপে সুন্দর চেহারা।

আদা লেবু পানীয় : ঠিক ঘুমাতে যাবার যাবে খেয়ে নিন এক কাপ আদা লেবু চা। এই অভ্যাসই কমিয়ে দেবে আপনার ওজন।

পুদিনা পাতার পানীয় : পুদিনা পাতা ফুটিয়ে নিন। ঠাণ্ডা করে ঘুমানোর আগে খেয়ে নিন এই পানীয়। পুদিনা পাতা হজমের জন্য ভীষণ উপকারী। বিপাক ক্রিয়া বাড়িয়ে ওজন ঝরতে সাহায্য করে। শুধু ওজনই নয় খেয়াল রাখবে আপনার লিভারেরও।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ