বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে ই-অ্যাকাউন্ট হিসাব চালু করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

প্রকাশঃ

গ্রাহকদেরকে দ্রুত, আধুনিক ও উন্নত প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে আরো একধাপ এগিয়ে আসল শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। তারই ধারাবাহিকতায় গ্রাহকদেরকে অতি দ্রুততম সময়ে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ২৪ মার্চ ২০২১ ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ই-অ্যাকাউন্ট ব্যাংকিং সেবা চালু করল। এখন থেকে একজন ব্যক্তি গ্রাহক দ্রুততম সময়ে ঘরে বসে সহজ ও নিরাপদে ই-অ্যাকাউন্ট হিসাব খুলতে পারবেন।

এক্ষেত্রে একজন গ্রাহককের শুধুমাত্র বৈধ জাতীয় পরিচয় পত্র (এনআইডি) থাকতে হবে। ই-অ্যাকাউন্ট হিসাবধারী গ্রাহকগণ ঘরে বসে সবধরণের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোঃ সানাউল্লাহ সাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ই-অ্যাকাউন্ট ব্যাংকিং সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এম. শহীদুল ইসলাম বক্তব্য রাখেন। ই-অ্যাকাউন্ট খোলা এবং এর সুবিধাসমূহ নিয়ে সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করেন ব্যাংকের ব্যাংকিং অপারেশন্স ডিভিশন এর প্রধান জনাব মোঃ নকীবুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালকবৃন্দ জনাব আক্কাচ উদ্দিন মোল্লা, জনাব মহিউদ্দিন আহমেদ, খন্দকার শাকিব আহমেদ, জনাব ফকির আখতারুজ্জামান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আজিজ ও জনাব এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব মোঃ শাহ্জাহান সিরাজ, জনাব এম. আখতার হোসেন, মিঞা কামরুল হাসান চৌধুরী, জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ ও জনাব নাসিম সেকান্দার উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ