সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশঃ

নওগাঁর মহাদেবপুরে ট্রাক্টর চাপায় এক মোটরসাইকেল আরোহী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট’র মৃত্যু হয়েছে।

বুধবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের রানীপুকুর এলাকার ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরেজ এর সামনে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ওই ব্যক্তির নাম গফুর আলী (৫৫)। তিনি জেলার মান্দা উপজেলার কৌর্বত্তপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গফুর আলী ও তার খালাত ভাই জাহাঙ্গীর হোসেন বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নওগাঁ যাচ্ছিলেন। পথিমধ্যে ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরেজ এর সামনে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সাথে সংঘর্ষে মোটরসাইকেল থেকে সড়কে পরে যান গফুর আলী।

এ ময় মান্দাগামী অজ্ঞাত একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে তার খালাত ভাই জাহাঙ্গীর হোসেন আহত হয়েছেন। এ সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওহাটামোড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জিয়াউর রহমান।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ