রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

নতুন ঠিকানায় এক্সিম ব্যাংকের সিইপিজেড শাখা

প্রকাশঃ

উন্নত, আধুনিক ও সময়োপযোগী গ্রাহক সেবা দিতে এক্সিম ব্যাংকের সিইপিজেড শাখা আরও বৃহৎ পরিসরে নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। গত (২২ জুন, ২০২৪) চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন এর কমার্শিয়াল কমপ্লেক্সে নতুন ঠিকানায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসিম উদ্দিন ভূঞা, অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক ড. এস এম আবু জাকের, চট্টগ্রাম ইপিজেড এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক শেখ মোঃ আব্দুন নুর, জেএমএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা মাহমুদ, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান আনিসুর রহমান চৌধুরী, কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন এক্সিম ব্যাংক সব সময়ই গ্রাহকদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে থাকে। এ কারণেই সিইপিজেড শাখাকে আরও বৃহৎ পরিসরে স্থানান্তর করা হয়েছে ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ