মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

নতুন ঠিকানায় অগ্রণী ব্যাংক লিমিটেড শ্রীনগর শাখার কার্যক্রম উদ্বোধন।

প্রকাশঃ

আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আরো বড় পরিসরে গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক লিমিটেড এর শ্রীনগর শাখা নতুন ঠিকানা শ্রীনগর প্লাজায় স্থানান্তরিত হয়েছে।

মঙ্গলবার (০১ নভেম্বর) অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ঠিকানায় কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান গাজী। সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক লিমিটেড ঢাকা সার্কেল-২ এর মহাব্যবস্থাপক মো. ফজলে খোদা। এ সময় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান মো. আনোয়ার হোসেন, শ্রীনগর শাখার ব্যবস্থাপক রেজাউল করিম এবং শাখার গ্রাহকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. আবুল হোসেন এবং মো. আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তৃতায় অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর গ্রাহকদের ব্যাংকের মধ্যমনি হিসেবে উল্লেখ করে বলেন ‘গ্রাহক বান্ধব ব্যাংক অগ্রণী ব্যাংক সবসময় আপনাদের সেবা দিতে প্রস্তুুত। অগ্রণী ব্যাংক এর সেবা নেওয়ার জন্য সবসময়ই আপনাদের সুস্বাগতম ।’

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ