এ বছর গুগল কয়েকটি সেবা বন্ধ করবে বলে ঘোষণা দিয়েছে। ব্যবহারকারীদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এসব সেবা বন্ধ করতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে গুগল।
যেসব সেবা বন্ধ হচ্ছে-
হ্যাংআউটস: ব্যবহারকারীদের কাছ থেকে তেমন সাড়া না পাওয়ায় এ বছরের জুন মাসে গুগল হ্যাংআউটস বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল কর্তৃপক্ষ। অবশ্য এটাকে বন্ধ না বলে পরিবর্তনও বলা যেতে পারে। এ বছর গুগল হ্যাংআউটস সম্পূর্ণ পরিবর্তিত হয়ে হ্যাংআউটস চ্যাট অ্যান্ড মিটস নামে পরিচিতি পাবে। এ কারণে হ্যাংঅ্যাউটসে যাদের অ্যাকাউন্ট ছিল বা যারা এটি ব্যবহার করতেন তাদের নতুন করে আর রেজিস্ট্রেশন করতে হবে না।
গুগল হায়ার: ছোট ও মাঝারি আকারের প্রতিষ্ঠানগুলোর জনবল নিয়োগের ক্ষেত্রে সুবিধা দিতেই গুগল হায়ার চালু করা হয়। প্রায় ২ বছর চলার পর এই সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। তবে কেন এটি বন্ধ করা হচ্ছে সে সম্পর্কে কিছু জানায়নি কর্তৃপক্ষ। এ বছরের ১ সেপ্টেম্বররে গুগল হায়ার বন্ধ হওয়ার কথা রয়েছে।
গুগল ক্লাউড প্রিন্ট: প্রিন্টিংয়ের ক্ষেত্রে চালু হওয়া গুগল ক্লাউড প্রিন্ট সেবাও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩১ ডিসেম্বর সেবাটি বন্ধ করা হবে। এজন্য প্রিন্টিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীদের বিকল্প কোনো অ্যাপস ব্যবহারে উৎসাহী করছে তারা।