সোমবার, ৩০শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

নতুন বছরে পাঁচটি রুটে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা

প্রকাশঃ

নতুন বছরে অন্তত পাঁচটি নতুন রুটে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেই সাথে লাভজনক রুটগুলোতে ফ্লাইট বৃদ্ধির পাশাপাশি অলাভজনক রুটে ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান। এ লক্ষ্যে বিমানে বিভিন্ন মডেলের সুপরিসর বোয়িং সংগ্রহ করা হয়েছে।

২০২০ সালের প্রথমার্ধে বিমানের বহরে যুক্ত হতে যাচ্ছে আরও চারটি বোম্বারডিয়ার উড়োজাহাজ। এর মধ্য দিয়ে সুপরিসর বহর নিয়ে নতুন গন্তব্যে পাখা মেলবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উড়োজাহাজ সংকট ও লোকসানের কারণে বন্ধ হয়ে যাওয়া কিছু গন্তব্য ছাড়াও চালু হচ্ছে অন্তত পাঁচটি নতুন রুট।

বছরের শুরুতেই দীর্ঘদিন বন্ধ থাকা ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে রুটটি পরিচালনা করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে শেষ হয়েছে এ রুটের টিকিট বিক্রি।

বিমানের মার্কেটিং বিভাগের কর্মকর্তারা জানান, এ রুটে অন্তত সাতটি ফ্লাইটের অনেক টিকিট বিক্রি হয়ে গেছে। তাদের মতে, টিকিট বিক্রিতে সব রুটেই এগিয়ে থাকতে চায় সংস্থাটি।

জানা গেছে, ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে মধ্যপ্রাচ্যসহ স্বল্প দূরত্বের গন্তব্যে ফ্লাইট পরিচালনা লাভজনক হওয়ার সুযোগ কম। এতে বিমানের আয়ুষ্কাল কমে। ১২ থেকে ১৪ হাজার কিলোমিটার চলতে সক্ষম উড়োজাহাজগুলোকে কম দূরত্বের, অর্থাৎ সর্বোচ্চ পাঁচ থেকে ছয় হাজার কিলোমিটার দূরত্বের গন্তব্যে চালানো হচ্ছে।

ক্যাটাগরি পরিবর্তনের বিষয়ে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, ২০২০ সালের প্রথমার্ধে ক্যাটাগরির উন্নতির সম্ভাবনা রয়েছে। ক্যাটাগরি পরিবর্তন হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দীর্ঘতম রুটগুলো চালু করতে পারবে।

এ প্রসঙ্গে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক বলেন, নতুন কয়েকটি আন্তর্জাতিক রুট আসন্ন বছরেই খুলবে। সেই সঙ্গে লাভজনক রুটে ফ্রিকোয়েন্সি বাড়ানো হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ