সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

নতুন রূপে ন্যাশনাল ব্যাংকের ওয়েবসাইট

প্রকাশঃ

নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করলো ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ওয়েবসাইট। সর্বস্তরের গ্রাহকদের কথা মাথায় রেখে নতুন ওয়েবসাইটটিকে আরো ব্যবহারকারী বান্ধব ও গতিশীল ইন্টারফেসে উন্নীত করা হয়েছে। এতে করে ব্যবহারকারী তথা গ্রাহকেরা সহজেই ব্যাংকের বিভিন্ন তথ্য ও অফার খুঁজে বের করতে পাবেন। উপরন্তু ওয়েবসাইটের নিরাপত্তা বৈশিষ্ট্যসমূহকে আরো শক্তিশালী ও সময়োপযোগী করা হয়েছে। এছাড়া নতুন এই ওয়েবসাইটটি ডেস্কটপ, ট্যাব ও মোবাইল ডিভাইস সহ যেকোনো আকৃতির ডিভাইসে সামঞ্জস্যপূর্ণ।

ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল আলম খানের উপস্থিতিতে ২ এপ্রিল ২০২৪ ব্যাংকের প্রধান কার্যালয়ে আধুনিকায়নকৃত ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক এর উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সহ তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান, মার্কেটিং বিভাগের প্রধান ও জনসংযোগ বিভাগের প্রধান। এছাড়াও ওয়েবসাইট ডেভেলপমেন্ট পার্টনার ডেটাক্রাফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রশান্ত কুমার রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ওয়েবসাইটের ঠিকানা www.nblbd.com।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ