শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

নবায়নকৃত আমদানিপত্র ছাড়া এলসি খোলা যাবে না

প্রকাশঃ

বৈধভাবে নবায়নকৃত আমদানিপত্র অথ্যাৎ আমদানি নিবন্ধন সনদপত্র (আইআরসি) ছাড়া ঋণপত্র (এলসি) না খুলতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়ােজিত সব অনুমােদিত ডিলার ব্যাংকের প্রধান বরাবর পাঠিয়েছে।

বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়ােজিত সব অনুমােদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিস পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কোন কোন বাণিজ্যিক ব্যাংক বৈধ ও হালনাগাদ আমদানি নিবন্ধন সনদপত্র (আইআরসি) ছাড়াই ঋণপত্র খুলছে। এ কারণে পণ্যচালান খালাস করতে গিয়ে রেয়াতি সুবিধা দেওয়ার সময় জটিলতা সৃষ্টি হচ্ছে। হালনাগাদ শিল্পভােক্তা আইআরসি প্রদর্শনে ব্যর্থ হয়ে রেয়াতি সুবিধা হতে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি পণ্যচালান খালাস বিলম্বিত হওয়ায় শিল্প প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা সামগ্রিক বিনিয়ােগকে বাধাগ্রস্ত করছে।

আরও পড়ুন : ব্যাংক গ্রাহকের তথ্য অনুমতি ছাড়া প্রকাশ করলে তিন বছরের জেল

এমন পরিস্থিতি থেকে উত্তরণে এলসিএ ফরম গ্রহণ করার সময় এবং ঋণপত্র স্থাপনের পূর্বে বৈধ ও হালনাগাদ আইআরসি সনদপত্র গ্রহণ বিষয়টি নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ