সোমবার, ১৩ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

নারায়ণগঞ্জে কর্মহীন শ্রমজীবী মানুষের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশঃ

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার লাভ করায় এবং বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ লকডাউনের কারণে দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে অনাহারে অর্ধাহারে দিনযাপন করছে। সেপ্রেক্ষিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকার কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার পাঁচরুখী ও ছনপাড়া এলাকায় কর্মহীন শ্রমজীবী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে সহ¯্রাধিক কর্মহীন শ্রমজীবী মানুষের মধ্যে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ হিসেবে সহ¯্রাধিক পরিবারের প্রতি পরিবারকে ০৫ কেজি চাল, ০২ কেজি ডাল, ০১ কেজি তৈল, ০২ কেজি পেঁয়াজ, ০২ কেজি আলু, ০১ কেজি লবণ, ০১ কেজি চিনি, ০২ প্যাকেট সেমাই, ৫০০ গ্রাম গুড়া দুধ, ১০০ গ্রাম হলুদের গুড়া, ১০০ গ্রাম মরিচের গুড়া, এবং ০১ পিস সাবান বিতরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ