সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

নিউইয়র্ক সিনেটে ‘বাংলাদেশী অভিবাসী দিবস’ প্রস্তাব পাস

প্রকাশঃ

আগামী ২২-২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হতে যাচ্ছে ৬ষ্ঠ বাংলাদেশী ইমিগ্রান্ট ডে ও ট্রেড ফেয়ার-২০২৩। ‘সুযোগের উন্মোচনে স্মার্ট অর্থনীতি’ প্রতিপাদ্য নিয়ে মুক্তধারা নিউইয়র্ক এবং ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংক গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সহযোগিতায় নিউইয়র্কের ম্যারিয়ট মারকুইস হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠানটি বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো এরই মধ্যে মেলাটিকে তার ক্যালেন্ডারে তালিকাভুক্ত করেছে। এই আয়োজনে অংশীদারিত্বমূলক সহযোগীতা করবে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
ঢাকা, ১৯ আগস্ট, ২০২৩ (বাসস) : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্য টানা সপ্তমবারের মতো আগামী ২৫ সেপ্টেম্বর ‘বাংলাদেশি অভিবাসী দিবস’ পালন করতে যাচ্ছে। সম্প্রতি নিউইয়র্ক রাজ্যের গভর্নর টি হুকুল এ সংক্রান্ত একটি ঘোষণা দেন।
বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো ২৫  সেপ্টেম্বর, ১৯৭৪ তারিখে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেন। ঐ দিনটিকে স্মরণীয় করে রাখতে মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহার প্রস্তাবে, নিউইয়র্ক রাজ্যের সিনেটর স্ট্যাভিস্কির উদ্যোগে সম্প্রতি প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়। রাজ্য সচিব আলেজান্দ্রা পাউলিনো এ সংক্রান্ত ঘোষণার একটি অনুলিপি প্রকাশ করেছেন।
গভর্নর অ্যান্ড্রু এম কুওমো ২০১৬ সালে প্রথম বারের মত ‘বাংলাদেশী অভিবাসী দিবস’ পালনের জন্য বিল পাস করেছিলেন। নিউইয়র্ক স্টেট সিনেটের রেজোলিউশন নম্বর ৫৬৩ অনুযায়ী, সচেতনতা ও সাংস্কৃতিক বৈচিত্র প্রোফাইল বাড়াতে আলাদা করে রাখা অফিসিয়াল দিনগুলোকে স্বীকৃতি দেয়া এই আইনসভার অনুভূতি যা নিউইয়র্ক রাজ্যের  সম্প্রদায়গুলোর মধ্যে বন্ধনকে  শক্তিশালী করে।  ২০২৪ সাল বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সফল অংশীদারিত্বের পাঁচ দশকেরও বেশি সময় উদযাপন হবে। বাংলাদেশি অভিবাসীরা পরিবার ও বন্ধুবান্ধবকে পেছনে ফেলে ১৯ শতকের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসতে শুরু করে। নিউইয়র্ক সিটি আমেরিকার বৃহত্তম এবং সবচেয়ে প্রাণবন্ত বাংলাদেশী সম্প্রদায়ের আবাসস্থল। সম্প্রদায়টি কুইন্সের বরোতে জ্যাকসন হাইটস পাড়ায় ছড়িয়ে আছে। বিশ্বজিৎ সাহা বলেন, মুক্তধারা ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের মধ্যে এই অর্জন আরেকটি পালক যোগ করেছে।  মুক্তধারা দিবসটি উপলক্ষে ২৫ সেপ্টেম্বর বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করবে।
দিবসটি পালনের সাথে মিল রেখে মুক্তধারা নিউইয়র্ক এবং ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংক, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সহযোগিতায় আগামী ২২-২৩ সেপ্টেম্বর হিলটন মিডটাউন হোটেলে বাংলাদেশী অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা-২০২৩’ আয়োজন করতে যাচ্ছে ।
শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ