সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও তিশার কোল জুড়ে এলো ইলহাম

প্রকাশঃ

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতি কন্যাসন্তানের মুখ দেখলেন। বুধবার (৫ জানুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাদের কোলজুড়ে আসে ফুটফুটে একটি মেয়ে। তার নাম রাখা হয়েছে ইলহাম নুসরাত ফারুকী।

ফারুকী জানিয়েছেন, মা-মেয়ে সুস্থ আছে। তিশার অফিসিয়াল ফেসবুক পেজে সুখবরটি জানিয়ে লেখা হয়, ‘সে নিরাপদে সৃষ্টিকর্তার বাগান থেকে মা-বাবার বাসায় আজ রাত ৮টা ২৭ মিনিটে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ। মা ও মেয়ে দুজনই সুস্থ আছে।’

পোস্টে তিশা ও তার সন্তানের ছবি জুড়ে দেওয়া হয়েছে। তবে এখনই কন্যার মুখ দেখাতে নারাজ ফারুকী। তাই অ্যাপের কারিকুরিতে ঢেকে দেওয়া হয়েছে ইলহামের মুখ। ফেসবুক পোস্টে চিকিৎসক সংযুক্তা সাহাকে ধন্যবাদ জানিয়েছেন তিশা।

আধঘণ্টারও কম সময়ে তিশার ফেসবুক পেজের পোস্টে লাইক পড়েছে ৬০ হাজারের বেশি। ছবিটি শেয়ার হয়েছে ৭০০ বারের বেশি।

সম্প্রতি ফারুকী জানিয়ে ছিলেন তিশা সন্তানসম্ভবা। শিগগিরই বাবা-মা হতে যাচ্ছেন তারা। ২০১০ সালের ১৬ জুলাই বিয়েবন্ধনে জড়ান ফারুকী-তিশা। এরপর নিজ নিজ ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন তারা। তিশা পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি প্রযোজকও হয়েছেন।

 

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ