ন্যাশনাল ব্যাংকের আয়োজনে “জেলা ভিত্তিক সিএমএসএমই ক্লাস্টার চিহ্নিতকরণ, ক্লাস্টারের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি ও ক্লাস্টার অর্থায়ন বিষয়ক কর্মশালা-২০২৪” সিরাজগঞ্জের নিউ মার্কেট পৌর কনভেশন হলে গত ২৭ মে ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ও ন্যাশনাল ব্যাংকের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মোঃ মর্তুজ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ, সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও সিরাজগঞ্জ আঞ্চলিক প্রধান সঞ্জিত কুমার বণিক, জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও সিরাজগঞ্জ এরিয়া প্রধান মোঃ নজরুল ইসলাম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও সিরাজগঞ্জ জোনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল আলীম এবং অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও সিরাজগঞ্জ আঞ্চলিক প্রধান মোঃ সাজেদুল হক। ন্যাশনাল ব্যাংকের রাজশাহী অঞ্চলের প্রধান ও ইভিপি মোঃ রাজুনুর রশিদের সভাপতিত্বে সিরাজগঞ্জ জেলার ৩৭টি ব্যাংকের ব্যবস্থাপক, কর্মকর্তা ও উদ্যোক্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
ন্যাশনাল ব্যাংকের আয়োজনে সিরাজগঞ্জে সিএমএসএমই ক্লাস্টার বিষয়ক কর্মশালা
- ট্যাগ
- ন্যাশনাল ব্যাংক
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ