বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ন্যাশনাল ব্যাংকের প্রয়াত চেয়ারম্যান মরহুম জয়নুল হক সিকদারের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

প্রকাশঃ

ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও সিকদার গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নুল হক সিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২ সকালে রায়ের বাজারে অবস্থিত জয়নুল হক সিকদারের নিজ হাতে গড়া জেড. এইচ. সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে তার মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। বাদ মাগরিব ব্যাংকের প্রধান শাখাসহ দেশব্যাপী সকল শাখায় দোয়া ও মিলাদ মাহফিলের অয়োজন করা হয়। এসময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করেন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সন্ধ্যায় মিলাদ ও দোয়া মাহফিলের পর অনুষ্ঠানে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে মরহুমকে স্মরণ করেন। দোয়া মাহফিলে ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, শুভাকাক্সক্ষী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

প্রধান কার্যালয়ে দোয়া মাহফিলে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. মেহমুদ হোসেন বলেন, “জয়নুল হক সিকদারকে হারিয়ে শুধু ন্যাশনাল ব্যাংক নয়, জাতি তার একজন পরীক্ষিত অভিভাবককে হারিয়েছে।” তিনি আরও বলেন, “তাঁকে শুধু একজন শিল্পপতি হিসেবে দেখলে চলবেনা; তিনি ছিলেন মানবিকতায় ভরপুর সার্বিকভাবে একজন পরিপূর্ণ মানুষ।” একজন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও দানবীর মানুষ হিসেবে সকল মহলে তিনি ছিলেন বিশেষভাবে সমাদৃত। এছাড়া একজন সফল ব্যবসায়ী হিসেবেও তিনি শুধু দেশেই নয়, বিশ্বব্যাপীও ছিলেন সুপরিচিত।

উল্লেখ্য যে, ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি, বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩০মিনিটে দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জয়নুল হক সিকদার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জয়নুল হক সিকদারের মৃৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ