সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ন্যাশনাল ব্যাংকের ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত

প্রকাশঃ

ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ২৭ এপ্রিল, ২০২৪ তারিখে অনুষ্ঠিত ৪৯৮তম পরিচালনা পর্ষদ সভায় ন্যাশনাল ব্যাংকের ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত ও স্বাক্ষরিত হয়েছে। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ড. সৈয়দ ফারহাত আনোয়ার এর সভাপতিত্বে পরিচালনা পর্ষদ সভায় পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন পারভীন হক সিকদার, পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম এবং পরিচালক লে. জেনারেল মো. শফিকুর রহমান, ওএসপি (বার), এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত)। সভায় ভার্চুয়ালি অংশ নেন ন্যাশনাল ব্যাংকের পরিচালক আলহাজ খলিলুর রহমান ও স্বতন্ত্র পরিচালক এম কামাল হোসেন। এছাড়া ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আলম খান সহ প্রধান কার্যালয়ের অন্যান্য শীর্ষ কর্মকর্তাগণ উক্ত পর্ষদ সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ