ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ২০ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারভীন হক সিকদার, এমপি, সভাপতি, গভর্নিং বডি, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও চেয়ারপার্সন, নির্বাহী কমিটি, ন্যাশনাল ব্যাংক লিমিটেড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন আখতার চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. বিশ^জিৎ ভাদুড়ী। অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি পারভীন হক সিকদার, এমপি,পুরস্কার বিতরণ করেন।
এসময় তিনি বলেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে শিক্ষা খাত অন্যতম। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্বাবধানে দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হচ্ছে। এতে বহিঃবিশে^ বাংলাদেশের শিক্ষার্থীরা কৃতিত্বের সাক্ষর রাখতে পারছে। এসময় তিনি ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও নিজেদেরকে তুলে ধরার জন্য উৎসাহ প্রদান করেন।