সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের একসাথে ছয়টি শাখার শুভ উদ্বোধন

প্রকাশঃ

সকল ধরনের আধুনিক ব্যাংকিং সুযোগ সুবিধা নিয়ে বাগেরহাটের মোংলাতে ২১৪তম, নড়াইলে ২১৫তম, লক্ষীপুরে ২১৬তম, সাতক্ষীরার শ্যামনগরে ২১৭তম, নারায়ণগঞ্জের পঞ্চবটিতে ২১৮তম ও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২১৯তম শাখার কার্যক্রম শুরু করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। বুধবার (২৯ ডিসেম্বর, ২০২১) ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে একই সাথে ছয়টি শাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন মিসেস পারভীন হক সিকদার, এমপি। অনুষ্ঠানে গ্রাহকদের আধুনিক এবং গুণগত ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করে, ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন। এসময় তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়া বিশেষভাবে স্মরণ করেন ব্যাংকের প্রয়াত চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারকে। অনুষ্ঠানে উদে¦াধনকৃত নতুন শাখা ব্যবস্থাপকদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক জনাব মোয়াজ্জেম হোসেন, পরিচালক জনাব মোঃ নাইমুজ্জামান ভূইয়া মুক্তা এবং পরিচালক লে. জেনারেল মো. শফিকুর রহমান (অবসরপ্রাপ্ত)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেহমুদ হোসেন ও ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানের সময় শাখাসমূহে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ