সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর ২১০ তম প্রিন্সিপাল শাখার উদ্বোধন

প্রকাশঃ

রাজধানীর বাংলামটরে ২৮শে ডিসেম্বর ২০২০, সোমবার উদ্বোধন করা হয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর ২১০তম প্রিন্সিপাল শাখা। ন্যাশনাল ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন মিসেস পারভীন হক সিকদার, এমপি আনুষ্ঠানিকভাবে শাখাটি উদ্বোধন করেন। তিনি তাঁর বক্তব্যে গ্রাহকদের আধুনিক এবং গুণগত ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের শ্রদ্ধাভরে স্বরণ করেন। এছাড়া নতুন বছরে ন্যাশনাল বাংকের পক্ষ থেকে গ্রাহকদের জন্য অত্যন্ত লাভজনক স্কীম ‘‘সোনার বাংলা আমানত ” এবং ‘‘দারিদ্র মুক্তি” ঋণ প্রকল্পের আওতায় মাত্র সাড়ে তিন শতাংশ হারে কৃষি কাজের জন্য ট্রাক্টর প্রদান করার ঘোষণা দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম বুলবুল, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, শাখা ব্যবস্থাপকসহ ব্যাংকের অন্যান্য কর্মকতা-কর্মচারীবৃন্দ, স্থানীয় বিশিষ্ঠ ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ