শুক্রবার, ২৪শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও নেসকোর মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্ল্ইা কোম্পানি লিমিটেড (নেসকো) এর মধ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় অনলাইন ব্যাংকিং ব্যবহার করে দেশের উত্তরাঞ্চলের নেসকো গ্রাহকরা তাদের বিদ্যুৎ বিল ন্যাশনাল ব্যাংকের ২৮ টি শাখার মাধ্যমে পরিশোধ করতে পারবেন। সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. মেহমুদ হোসেন এবং নেসকো লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলী জনাব জাকিউল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. মেহমুদ হোসেন বলেন, এই চুক্তির মাধ্যমে নেসকোর গ্রাহকরা যেখানেই থাকুক না কেন এনবিএল আই পাওয়ার ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- জনাব সৈয়দ রইস উদ্দিন এবং জনাব হোসেন আখতার চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রধান কাজী কামাল উদ্দীন আহমেদ, মানব সম্পদ বিভাগের প্রধান শেখ আখতার উদ্দিন আহমেদ ও মার্কেটিং বিভাগের প্রধান একেএম ছালাহ উদ্দিন খান উপস্থিত ছিলেন এছাড়া নেসকো লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক (অর্থ) জনাব সৈয়দ গোলাম আহাম্মদ, এফসিএমএ; উপ-ব্যবস্থাপক (অর্থ) জনাব সজীব কুমার ঘোষ; সহকারী ব্যবস্থাপক (অর্থ) জনাব মো: মেসবাহ উদ্দীন আহমেদ প্রমুখ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ