মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নতুন দু’টি শাখার উদ্বোধন

প্রকাশঃ

ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর ২২০তম ও ২২১তম শাখার উদ্বোধন হলো কুমিল্লার বুড়িচং ও নীলফামারীতে। ২৭ ডিসেম্বর সকালে পৃথকভাবে শাখা দু’টির উদ্বোধন করা হয়। বুড়িচং শাখার উদ্বোধন করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ন্যাশনাল ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক প্রধান প্রবীর কুমার ভৌমিক। অপরদিকে নীলফামারী শাখার উদ্বোধন করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ন্যাশনাল ব্যাংকের রাজশাহীর আঞ্চলিক প্রধান মো. রাজুনুর রশীদ। শাখা দু’টি উদ্বোধনের সময় শাখা দুটির ব্যবস্থাপক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা এখন তাদের সন্নিকটেই ন্যাশনাল ব্যাংক লিমিটেডের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারবেন বলে উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। বিশেষত বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স স্থানীয় অধিবাসীরা শাখা দু’টি থেকে সহজেই উত্তোলন করতে পারবেন বলে জানানো হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ