শুক্রবার, ২৪শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশঃ

ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর সকল শাখা ব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধানদের অংশগ্রহণে ব্যাবসায়িক ব্যবস্থাপক সম্মেলন ২০২০, শনিবার, কুয়াকাটায় অবস্থিত সিকদার রিসোর্ট এন্ড ভিলাস এ অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন পারভীন হক সিকদার এমপি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোসতাক আহমেদ এর সভাপতিত্বে ব্যাংকটির ২০৯টি শাখা’র ব্যবস্থাপকবৃন্দ, আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানদের নিয়ে আয়োজিত এই সম্মেলনে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়। অংশগ্রহণকারীরা চলতি বছরে ব্যাংকের ব্যবসা প্রসারে, অনাদায়ী শ্রেণীকৃত ঋণ আদায়ে এবং লক্ষমাত্রা অর্জনে সম্মিলিত এবং নিরলসভাবে কাজ করার আশা ব্যাক্ত করেন। উক্ত সম্মেলনে অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এম এ ওয়াদুদ, এএসএম বুলবুল, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ শাহ্ সৈয়দ আব্দুল বারী, আরিফ মোঃ শাহেদুল হক, সৈয়দ রইস উদ্দিন ও একরামুল হক। সন্ধ্যায় এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র এর মধ্য দিয়ে উক্ত সম্মেলন শেষ হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ