শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

পদ্মা সেতুর টোল ইলেক্ট্রনিকভাবে দেওয়া শুরু হতে যাচ্ছে উপায়ের মাধ্যমে

প্রকাশঃ

অচিরেই পদ্মা সেতু পার হওয়ার সময় টাকায় না হয়ে স্বয়ংক্রিয়ভাবে টোল দেওয়া যাবে ডিজিটাল পদ্ধতিতে। এতে গাড়িগুলোর সময় বাঁচবে, টোল সংগ্রহ হবে আরও স্বচ্ছ এবং সাবলীল। গত বুধবার পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল সংগ্রহ ব্যবস্থা (ইটিসি) বাস্তবায়নের জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান ‘উপায়’কে চূড়ান্তভাবে নির্বাচিত করে চিঠি ইস্যু করা হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ডিজিটাল লেনদেন ব্যবস্থার সম্প্রসারণ ও টোল আদায়ের কার্যক্রম আরও স্বচ্ছ, নিরবিচ্ছিন্ন এবং গতিশীল করতে পদ্মা সেতুতে ইটিসি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন এমএফএস প্রতিষ্ঠানের মধ্য থেকে ‘উপায়’কে নির্বাচিত করা হয়েছে।

সেতু কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, ‘‘উপায়-এর মাধ্যমে টোল সংগ্রহ ব্যবস্থা চালু হলে যানবাহন চালকদের জন্য টোল পরিশোধ আরও সহজ এবং দ্রুততর হবে, যা যান চলাচলের সময় কমিয়ে আনবে এবং সেতু ব্যবস্থাপনার দক্ষতা বাড়াবে।’’

‘উপায়’ কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের উন্নত প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে গ্রাহকরা দ্রুত ও নিরাপদে টোল পরিশোধ করতে পারবেন। মোবাইল অ্যাপ ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকরা নিরবিচ্ছিন্নভাবে এই সেবার সুবিধা নিতে পারবেন।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে পদ্মা সেতুর টোল ব্যবস্থাপনা আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, উপায়ের মাধ্যমে ভাঙ্গা টোল প্লাজা, ধলেশ্বরী টোল প্লাজা, মেঘনা সেতু, গোমতী সেতু, চরসিন্দুর সেতু, কর্ণফুলী সেতু, মধুমতী সেতু, ভৈরব সেতু, আশুগঞ্জ সেতু এবং হানিফ ফ্লাইওভারে ইলেকট্রনিক টোল বা ই-টোল প্রদানের সুযোগ চালু রয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ