শুক্রবার, ৮ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

পাঁচ কর্মদিবস পর পুঁজিবাজারে দরপতন

প্রকাশঃ

টানা পাঁচ কর্মদিবস পর আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মূল্য সূচকের পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে প্রায় ৫ শতাংশ লেনদেন বেড়ে অথ্যাৎ ১ এক হাজার ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও লেনদেনের বড় উস্ফলন হয়েছে।

বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমে ৪ হাজার ৭৪০ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯০ পয়েন্টে।

ডিএসইতে আজ এক হাজার ২১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৪৪ কোটি ৯৫ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৯৭৬ কোটি ৩৮ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৬৯ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৬৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ