বিজিএমইএ ভবন ভাঙার কাজ উদ্বোধন হলেও পূর্ণাঙ্গ ভাঙার কাজ শুরু হচ্ছে না আজও। ভবন ভাঙার কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ফোর স্টার লিমিটেডের এক কর্মকর্তা জানান, পানি ও বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু করা যাচ্ছে না।
তিনি বলেন, আজ (২৭ জানুয়ারি) ভাঙার কাজ শুরু করার কথা ছিল। তবে পানি ও বিদ্যুৎ সংযোগ পাইনি। আমাদের কিছু যন্ত্র চালানোর জন্য বিদ্যুৎ ও পানির সংযোগ দরকার। তাছাড়া এখানে শ্রমিকরা থাকবে, তাদের জন্য পানি সরবরাহ দরকার। আমরা রাজউকের সঙ্গে এ বিষয় কথা বলবো। পানি ও বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর আমরা ভাঙার কাজ শুরু করবো।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম উপস্থিত থেকে বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু করেন। আজ থেকে পুরোদমে ভাঙা শুরু হওয়ার কথা ছিল।